BRAKING NEWS

এখন পর্যন্ত সাড়ে তিন কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে ভারতে

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.): একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও গোটা দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা নির্ধারণের জন্য পরীক্ষা।বিগত ২৪ ঘন্টায় গোটা ভারতে ৮০১১৪৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে সব মিলিয়ে করোনা পরীক্ষা এখনো পর্যন্ত গোটা দেশে হয়েছে ৩ কোটি ৫২ লক্ষ ৯২ হাজার ২২০ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রের সদর্থক ভূমিকার জন্যই এই আগ্রাসী পরীক্ষা বাস্তবায়িত হয়েছে।

ভারতে এখন প্রতি ১০ লাখে ২৫৫৭৪ করোনা নমুনার পরীক্ষা করা হচ্ছে।আগ্রাসন নীতিমূলক পরীক্ষা করার কারণেই করোনা আক্রান্তকে চিহ্নিতকরণ করতে সহজ হচ্ছে। সংশ্লিষ্ট করোনা রোগীকে আগে থেকে চিহ্নিতকরণ করার ফলে তার চিকিৎসা এবং হাসপাতালের রাখার ব্যবস্থাও সহজতর হচ্ছে। এখনো পর্যন্ত গোটা দেশে সরকারি পরীক্ষাগারের সংখ্যা ১৫১৫। বেসরকারি পরীক্ষাগারের সংখ্যা ৫৩২। এরমধ্যে আর টি পি সি আর পরীক্ষাগার রয়েছে ৭৮০, ট্রু নেট পরীক্ষাগারের সংখ্যা ৬১৭, সিবি নেট পরীক্ষাগারের সংখ্যা ১১৮।

উল্লেখ করা যেতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে  গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৬৯২৩৯।  ওই সময়ের মধ্যে নিহত হয়েছে ৯১২। গোটা ভারতের সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩০ লাখের গণ্ডি।বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্ত ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *