ইটানগর, ২২ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে যৌথ বাহিনীর পৃথক অভিযানে তিন নাগা জঙ্গিকে জালে তোলা সম্ভব হয়েছে। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আর (এনএসসিএন-আর) জঙ্গি নানকেন হাচেংকে নিউ শাললাং এলাকায় চাংলাং জেলা পুলিশ, ৯ আসাম রাইফেলস এবং ১৪৯ নম্বর সিআরপিএফ জওয়ানদের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
এছাড়া নিরাপত্তা কর্মীদের যৌথ বাহিনী নামগৈ এলাকা থেকে এনএসসিএন (কে-ওয়াইএ) জঙ্গি জনসাম তীক্ষককে গ্রেফতার করেছে। একইদিনে নিউ শাললাং এলাকায় আরেক অভিযানে নেমে যৌথ বাহিনী এনএসসিএন (আর) জঙ্গি স্বঘোষিত সার্জেন্ট মেজর আলেম কন্যাককে জালে তুলেছে। চাংলাং এবং নামপং পুলিশ ধৃতদের বিরুদ্ধে পৃথক মামলা নিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকমাসে অরুণাচল প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে। তা সত্ত্বেও, জঙ্গি গতিবিধি কমছে না। শুধু তা-ই নয়, তাদের হিংস্র কার্যকলাপ বজায় রেখেছে তারা।