BRAKING NEWS

রাফাল নিয়ে ফের প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি নিয়ে ফের দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ভারতের রাজকোষ থেকে টাকা চুরি করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ রাহুলের। শনিবার এক টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, “রাফালের জন্য ভারতের রাজকোষ থেকে টাকা চুরি করা হয়েছে।” জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্বৃতি করে রাহুল লেখেন, সত্য একটাই।রাস্তা অনেক। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী একটি খবরের অংশ তুলে ধরেন। যেখানে লেখা রয়েছে রাফাল চুক্তি নিয়ে সিএজি-কে কোন রকমের তথ্য দিতে অস্বীকার করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।

উল্লেখ করা যেতে পারে, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের থেকে ৩৬ টি রাফাল বিমান কেনার জন্য ৫৯০০০ কোটি টাকার চুক্তি করেছিল। এই চুক্তি নিয়ে কংগ্রেস প্রশ্ন বরাবর তুলে এসেছে। রাফাল চুক্তি তদারক করার জন্য আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠনের দাবি তুলেছিল কংগ্রেস। যা খারিজ করে দিয়েছে আদালত।

উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই ভারতের হাতে পাঁচটি রাফাল যুদ্ধবিমান চলে এসেছে। পূর্ব লাদাখে চিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গেম চেঞ্জার মতন কাজ করবে রাফাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *