রাঁচি, ২২ আগস্ট (হি.স.) : করোনায় আক্রান্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। তিনি রাজ্যসভার সাংসদ। তাঁর স্ত্রী রূপিরও করোনা ধরা পড়েছে। এর আগে শিবু সোরেনের বাড়ির ১৭ কর্মী ও নিরাপত্তারক্ষীর করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। শিবু সোরেনের ছেলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের করোনা পরীক্ষা হবে সোমবার। গত ২ মাসে এনিয়ে তাঁর তিনবার পরীক্ষা হবে। হেমন্ত তাঁর মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্তার সংস্পর্শে এসেছিলেন। ক্যাবিনেট বৈঠকের পরই সংক্রমিত হন বন্যা। বন্যা বসেছিলেন কৃষিমন্ত্রী বাদল পত্রালেখের পাশেই। করোনার লক্ষণ নিয়েই বন্যা ওই বৈঠকে ছিলেন। তাঁর ১৯ জন কর্মী করোনা পজিটিভ হলেও আগের পরীক্ষায় হেমন্তের রিপোর্ট নেগেটিভই এসেছিল।