BRAKING NEWS

ইএসআইসি-তে কর্মহীন শ্রমিকদের সুবিধা প্রদানে যোগ্যতার মানদন্ডের ছাড়

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): করোনা মহামারীর জেরে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুবিধার্থে এবং ইএসআইসি পরিষেবা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। কর্মচারী ভবিষ্যনিধি পর্ষদের (ইএসআইসি) এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়। এতে পৌরহিত্যে করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার।পিআইবি সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে ইএসআইসি-র অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা বাস্তবায়িত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ইএসআইসি কর্মহীন শ্রমিকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ইএসআইসি-র এই প্রকল্পের মেয়াদ আরও এক বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ শে জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর জেরে যাঁরা কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদেরও এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্পের আওতাধীন শর্তগুলিও শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিথিল শর্ত অনুসারে শ্রমিকদের এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদান করা হবে। এরপরে ২০২১ এর পয়লা জানুয়ারী থেকে ২০২১ এর ৩০ জুন পর্যন্ত পূর্ববর্তী শর্ত শিথিল না করেই এই প্রকল্প চালিয়ে যাওয়া হবে ঠিক করা হয়েছে। তবে চলতি বছরে ৩১ ডিসেম্বরের পরে শর্তের প্রয়োজন ও চাহিদা রয়েছে কি না তার ওপর নির্ভর করে পুনরায় পর্যালোচনা বৈঠক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *