BRAKING NEWS

বাংলাদেশে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন

ঢাকা, ২১ আগস্ট (হি. স.) :   বাংলাদেশে মারণ ভাইরাসের সংক্রমণে আক্রান্তের ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৪০১ জন সংক্রমিত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে।


গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথমবারের মতো শনাক্ত হওয়ার পরে শুক্রবার পর্যন্ত সংক্রমণের নিরিখে বিশ্বে ষোড়শতম স্থানে রয়েছে বাংলাদেশ। আর এশিয়ার মধ্যে পঞ্চমতম স্থানে। মৃত্যুর নিরিখে বিশ্বে ১৯ তম এবং এশিয়ায় অষ্টমস্থানে অবস্থান বাংলাদেশের। সক্রিয় করোনা রোগীর ক্ষেত্রে এশিয়ায় দ্বিতীয় ও বিশ্বে অষ্টমস্থানে রয়েছে। এখনও পর্যন্ত দেশে ১৪ লাখের চেয়ে সামান্য বেশি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থা‍ৎ দেশের ১ শতাংশ মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। ৯৯ শতাংশ মানুষ পরীক্ষার বাইরে রয়েছেন। ফলে ১০ শতাংশ মানুষের পরীক্ষা হলেই পরিস্থিতি কতটা ভয়াবহ তার চিত্র প্রকাশ হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শুক্রবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। আরও ৩৯ জনের প্রাণ ঝরেছে। ফলে দেশে এখনও পর্যনত মারণ ভাইরাসের বলি হলেন ৩ হাজার ৮৬১ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *