নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): আর্থিক এবং করোনা সংকটের মাঝে মাঝে বেকারত্বের হার বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, আগামী দিনে বিপুল সংখ্যক যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারবে না দেশ।
গোটা দেশজুড়ে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য সরকারের নীতিগুলি দায়ী। দেশজুড়ে কর্মসংস্থানের পরিসর কমে যাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নিজের ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের ভ্রান্ত নীতির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সকল যুবক যুবতীদের চাকরি দিতে পারবে না দেশ।আগামী ছয় সাত মাসের মধ্যে বাস্তব পরিস্থিতি সভার সমক্ষে হবে। তখন বেকারত্বের হার ভয়াবহ আকার ধারণ করবে।
উল্লেখ করা যেতে পারে, এর আগে রাহুল গান্ধী দেশজুড়ে দুই কোটি মানুষের কর্মহীন হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। বেকারত্ব নিয়ে সামাজিক মাধ্যমে ‘রোজগার দো’ নামে প্রচারও চালিয়েছিলেন রাহুল গান্ধী।কংগ্রেসের মত হচ্ছে যে যুবশক্তি হচ্ছে ভারতের প্রকৃত শক্তি। একে দুর্বল করে রাখলে চলবে না। কর্মসংস্থান তৈরি করে তাদের সবল করে তুলতে হবে।