নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ আদালত অবমাননার মামলা দোষীসাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। এর বিরুদ্ধে একদল আইনজীবী সুপ্রিম কোর্ট চত্বরের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভে যোগ দিয়েছিল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, প্রগতিশীল মহিলা সমিতি, আইসা সহ অন্যান্য সংগঠনগুলি। বৃষ্টির মধ্যেও হাতে ব্যানার এবং পোস্টার নিয়ে আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে একশোরও বেশি আইনজীবী। বিক্ষোভকারী আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে ব্রিটিশ আমল থেকে আদালত অবমাননা আইন চলে আসছে। দেশ স্বাধীন হওয়ার পর কোনও গণতান্ত্রিক বিরোধ দমানোর জন্য এই আইন ব্যবহার করা হয়ে থাকে। প্রশান্ত ভূষণ হচ্ছে জনগণের আইনজীবী। অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের দিল্লি স্টেটের সচিব সুনীল কুমার জানিয়েছেন, ২৮ বছর আগে কল্যাণ সিং যে হলফনামা দায়ের করেছিল এখনও পর্যন্ত তার কোনো ফয়সালা হয়নি। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল কোনও বিচারপতির সমালোচনা করাটা আদালত অবমাননার পর্যায় পরে না।