BRAKING NEWS

বকেয়া সমস্যার সমাধানে উৎসাহী ভারত ও চিন

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): নিজেদের মধ্যে চলতে থাকা যাবতীয় বকেয়া সমস্যার সমাধানের জন্য তৎপর ভারত ও চিন।দুই দেশের মধ্যে হওয়া একাধিক বিষয় পূর্ববর্তী চুক্তির ভিত্তিতে এই সমস্যাগুলি সমাধানে ধারাবাহিক ভাবে কাজ করবে দু’দেশ। লাদাখের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের জন্য সদর্থক ভূমিকা নেবে দুই দেশ।

বৃহস্পতিবার ১৮ তম ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন এন্ড কোঅর্ডিনেশন অন বর্ডার অ্যাফেযার্সে বৈঠকে মিলিত হয় দুই দেশ। এখানে এই ঐক্যমত্যের পৌঁছায় ভারত ও চিন। দুই দেশের মধ্যে থাকা সীমান্তবর্তী এলাকাগুলিতে শান্তির মাধ্যমে উন্নয়ন সম্ভব সে বিষয়ে সম্মত হওয়া গিয়েছে।

এদিনের বৈঠকে ভারতের তরফ থেকে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। লাদাখের সীমান্তবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য গভীর ভাবে আলোচনা হয়।অবশেষে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আগামী দিনে দুই দেশ নিষ্ঠার সঙ্গে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এর জন্য ক্রমাগত কূটনৈতিক এবং সামরিক পর্যায় দুই দেশের মধ্যে যোগাযোগ চালিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *