নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি. স.): রাজধানী দিল্লিতে ভারতীয় নৌসেনার কমান্ডার পর্যায়ের শীর্ষ বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে ভারত মহাসাগরে চিনা রণতরীর বাড়বাড়ন্ত নিয়ে আলোচনা হওয়ার কথা। আগামী তিন দিন ধরে চলবে এই বৈঠক। এই বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমাদের জাহাজ এবং বিমান মোতায়েনের মাধ্যমে যে কোনও প্রতিকূল চ্যালেঞ্জ এর বিরুদ্ধে মুখোমুখি হতে সক্ষম ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনী যেকোন প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।’ করোনা পরিস্থিতিতে ভিনদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সমুদ্র সেতু অভিযান চালিয়েছিল ভারতীয় নৌসেনা। এদিন তার প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। ভারত মহাসাগরে থাকা বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের আটকে পড়া প্রায় চার হাজার ভারতীয়কে ফিরিয়ে আনার জন্য নৌসেনার প্রশংসা করেছেন তিনি। সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আগের সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ভারতীয় নৌসেনাকে। মিশন সাগর প্রকল্পের অধীনে ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে থাকা দেশগুলিকে চিকিৎসা সরঞ্জাম সহ একাধিক সাহায্য করা হয়েছে।