BRAKING NEWS

মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে তৎপর বিরোধীরা, দাবি রাউতের

মুম্বই, ১৯ আগস্ট (হি. স.) : পরিকল্পিতভাবে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করার চক্রান্ত করে চলেছে বিরোধীরা বলে দাবি করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জায় রাউত জানিয়েছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশ করে চলেছে। দেশের শীর্ষ আদালত কি ধরণের সিদ্ধান্ত নিয়েছে তা আমি বলতে পারব না। এই বিষয়ে প্রতিক্রিয়া দেবে রাজ্য পুলিশের ডিজি। দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে এমন ধরণের নির্দেশ আগেও দিয়েছিল। ফলে এই নির্দেশ নিয়ে অযথা চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ‘ সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, মহারাষ্ট্রে সমাজের সকল স্তরের মানুষকে ন্যায় বিচার দেওয়া হয়।রাজ্যের শাসন, প্রসাশন এবং ন্যায় ব্যবস্থা পুরোপুরি সক্ষম। কিন্তু বিরোধীরা মুম্বই তথা মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত করতে তৎপর হয়ে উঠেছে। বিরোধীদের দায়িত্ব সহকারে বক্তব্য রাখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *