নাবালিকা গণধর্ষিতা, খোঁজ নিল শিশু সুরক্ষা কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ১৮ আগস্ট৷৷ গণধর্ষিতা নাবালিকার সাথে কথা বললেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধরা৷ মঙ্গলবার কমিশনের দুই প্রতিনিধি হিমানী দেববর্মা এবং সর্মিলা চৌধুরী বিশ্রামগঞ্জ থানায় যান৷


সেখানে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারীকের সাথে কথা বলেন৷ গণধর্ষণের ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷ সেই সাথে মামলার গতিপ্রকৃতি সম্পর্কেও তাঁরা অবহিত হন৷ পরে তাঁরা গণধর্ষিতা নাবালিকার বাড়িতে যান৷ ওই নাবালিকা ও তার পরিবারের লোকজনের সাথেও কমিশনের প্রতিনিধিরা কথা বলেন৷

জানা গিয়েছে, সম্প্রতি বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট এলাকার এক নাবালিকা তার এক নিকটাত্মীয়ের বাড়িতে গিয়েছিল৷ সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দুসৃকতিরা৷ মেয়েটিকে একদিন আটকে রাখে৷ ওই সময়ের মধ্যে নাবালিকাকে নেশার ইঞ্জেকশন দিয়ে দফায় দফায় গণধর্ষণ করা হয়েছে৷ পরে তাকে দুসৃকতিরা বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায়৷ এই ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলার প্রেক্ষিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত ওই নাবালিকার পরিচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *