নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ চিকিৎসক হেনস্তার অভিযোগে ধৃত সহকারী সরকারি আইনজীবী সহ চারজনকে পুনরায় জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ মঙ্গলবার আদালতে পুলিশ কেস ডায়েরি জমা দিয়েছে এবং রিমান্ড আবেদনের শুনানি হয়েছে৷ কিন্তু, আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়েছে৷
প্রসঙ্গত, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক সংগীতা চক্রবর্তীর সাথে চার করোনা আক্রান্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ওই ঘটনায় স্বাস্থ্য অধিকর্তা এনসিসি থানায় মামলা করেন৷ মামলার তদন্তে নেমে পুলিশ চারজনকে শনাক্ত করেছে৷ এদিকে ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় সুয়োমোটো মামলা গ্রহণ করেছিল৷ ওই মামলায় পুলিশকে টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিল আদালত৷
এদিকে, আদালতের নির্দেশে চার অভিযুক্ত বিশ্বজিৎ দাস, রঞ্জিত সাহা, মিরন দাস এবং সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে এনসিসি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন৷ পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করে৷ আদালত তাঁদের টিআই প্যারেডের নির্দেশ দিয়ে ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷ ইতিমধ্যে ওই চারজনের টিআই প্যারেড হয়েছে৷
আজ আদালতে পুলিশ রিমান্ডের ওপর শুনানি হয়েছে৷ পুলিশ আদালতে কেস ডায়েরিও জমা দিয়েছে৷ এ-বিষয়ে এপিপি দীপা ভট্টাচার্য বলেন, এনসিসি থানার মামলা নম্বর ১০৬/২০২০ মামলায় পুলিশ আদালতে কেস ডায়েরি জমা দিয়েছে৷ সাথে রিমান্ডের আবেদন জানিয়েছে৷ আদালত তাদের ২৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

