কোভিড কেয়ারের জন্য ১৮৫টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৮২৪ টি পালস্ অক্সিমিটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ করোনার চিকিৎসায় কোভিড হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারগুলিতে মুমূর্ষ রোগীদের জন্য ১৮৫টি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে৷ এছাড়া হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন থেকে রাজ্য সরকার ৮২৪টি পালস অক্সিমিটার গ্রহণ করেছে৷ খুব শীঘ্রই ওই পালস অক্সিমিটার গুলি করোনা আক্রান্তদের কাছে পৌছে দেওয়া হবে৷


রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে৷ এখন পর্যন্ত রাজ্যে ৭৪২৭ করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৭৪০৯ জন ত্রিপুরার বাসিন্দা৷ ১৮ জন করোনা আক্রান্ত রাজ্যের বাইরে রয়েছেন৷ সম্প্রতি করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বাড়ছে৷ শুধু তাই নয়, করোনা আক্রান্তরা জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন৷ কারণ, করোনা আক্রান্তদের মধ্যে অনেকেই নানা জটিল রোগে আক্রান্ত রয়েছেন৷ ফলে, তাদের চিকিৎসায় বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ করোনা রোগীর চিকিৎসায় অন্যতম প্রধান হল অক্সিজেন৷ কারণ, শ্বাসকষ্টের সমস্যায় অক্সিজেন ছাড়া ওই রোগীকে বাঁচানো সম্ভব নয়৷ বিষয়টির গুরুত্ব অনুভব করে অক্সিজেন কনসেনট্রেটর এনেছে রাজ্য সরকার৷

জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্যের কোভিড হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টার গুলিতে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করছে৷ এজিএমসি এবং জিবিপি হাসপাতালে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে৷ এছাড়া পশ্চিম জেলায় শহিদ ভগৎসিং কোভিড কেয়ার সেন্টারে ২০ অক্সিজেন কনসেনট্রেটর , হাঁপানিয়া মেলাপ্রাঙ্গণ কোভিড কেয়ার সেন্টারে ২০টি এবং বাধারঘাট স্পোর্ট কমপ্লেকে কোভিড কেয়ার সেন্টারে ১৫টি অক্সিজেন কনসেনট্রেটর বরাদ্দ করা হয়েছে৷ শুধু তাই নয়, হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং খেরেংবাড়ি কমিটি স্বাস্থ্য কেন্দ্রে ৫টি অক্সিজেন কনসেনট্রেটর বরাদ্দ করা হয়েছে৷


এদিকে, গোমতী জেলায় পিআরটিই কোভিড কেয়ার সেন্টারে ১০টি, চন্দ্রপুর প্রাথমিক কোভিড কেয়ার সেন্টারে ১০টি, ধলাই জেলায় জেলা পলিটেকনিং কোভিড কেয়ার সেন্টারে ৫টি, খোয়াই জেলায় আইটিআই কোভিড কেয়ার সেন্টারে ৫টি, একলব্য বয়েজ হোস্টেলে ১০টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় বীরচন্দ্র মনুতে একলব্য সুকলে ১০টি, উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগরে রিজিওন্যাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশনে ১০টি এবং স্পোর্টস কমপ্লেক্সে ১০টি, সিপাহীজলা জেলায় লালসিং মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫টি, সাগর মহলে ১০টি, বিশ্রামগঞ্জ ডিপিআরসিতে ১০টি এবং ঊনকোটি জেলায় কুমারঘাট পিআরটিআই-তে ৫টি অক্সিজেন কনসেনট্রেটর বরাদ্দ করা হয়েছে৷
এদিকে, রাজ্যে বর্তমানে কোভিড হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টার মিলিয়ে ২০০৪টি শয্যা রয়েছে৷ এদিকে, ৮২৪টি পালস অক্সিমিটার হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের জন্য বরাদ্দ করা হয়েছে৷ বর্তমানে ৭৮৬ জন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছেন৷ তাদের মধ্যে পশ্চিম জেলায় ৪১৫জন, সিপাহীজলা জেলায় ২৬জন, খোয়াই জেলায় ১৫৩জন, গোমতী জেলায় ১৭১জন, দক্ষিণ জেলায় ৩জন, ধলাই জেলায় ৮জন, ঊনকোটি জেলায় ৫ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ৫ জন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *