BRAKING NEWS

মেঘালয়ের নয়া রাজ্যপাল সত্যপাল মালিক

শিলং, ১৮ আগস্ট (হি.স.) : মেঘালয়ের রাজ্যপাল নিষ়োজিত হয়েছেন সত্যপাল মালিক। তিনি তথাগত রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। মালিক এর আগে গোয়ার রাজ্যপাল ছিলেন। এদিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎসিং কোশওয়ারি এখন থেকে গোয়ার রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের নিযুক্তিপত্রে স্বাক্ষর করেছেন

প্রসঙ্গত, সত্যপাল মালিক ২০১৮ থেকে ২০১৯ সালে এক বছরের জন্য জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে গোয়ার রাজ্যপাল হিসেবে দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি।

সত্যপাল মালিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৬৫ সালে। ১৯৮০ সালে লোকদল-এর প্রার্থী হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে তিনি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় সদস্য নির্বাচিত হয়ে পরবর্তীতে বিজেপি-তে যোগ দেন এবং ২০০৫ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *