নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে ‘ন্যাশনাল ডিজিটল হেলথ মিশন’ শুরুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, নয়া মিশনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে বিপ্লব আসবে। প্রধানমন্ত্রী বলেন, ৭৪ তম স্বাধীনতা দিবসেই ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন’ চালু হচ্ছে। সেই মিশনের আওতায় সকল ভারতীয়কে ‘হেলথ আইডি’ দেওয়া হবে। তাতে কী কী তথ্য থাকবে, সেই ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘হেলথ আইডি’-তে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার প্রতিটি শারীরিক পরীক্ষা, প্রতিটি অসুখ, কখন কী শরীর খারাপ হয়েছিল, কী রিপোর্ট এসেছিল – সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে।
প্রধানমন্ত্রীর কথায়, নয়া পদক্ষেপের ফলে হাসপাতালে ভর্তি প্রক্রিয়া, টাকা দেওয়ার মতো বিষয়গুলিও সহজ হবে। তিনি বলেন, ‘অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হোক, টাকা দেওয়া হোক বা (রেজিস্ট্রেশন) স্লিপ দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো হোক, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রযুক্তির ব্যবহার করা হবে।’
কীরকম হবে সেই হেলথ আইডি?
আধার কার্ডের মতোই বিভিন্ন তথ্য থাকবে সেই আইডিতে। ওয়েবসাইটে মোবাইল অ্যাপের আকারে মিলবে সেই আইডি। কেন্দ্রের দাবি, নাগরিকদের তথ্য এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত থাকবে।