নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : করোনা মুক্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আজ, আমার করোনার পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ এসেছে।” তবে আপাতত কিছুদিন বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।
শুক্রবার পর পর টুইট করে নিজের করোনা মুক্ত হওয়ার খবর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এদিন বলেন, যে তিনি করোনা মুক্ত। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আপাতত বাড়িতে হোম আইসোলেশনে থাকবেন। এতদিন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলা অমিত শাহ করোনা মুক্ত হয়ে মেদান্ত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেন, তাঁর ভালো ভাবে দেখভাল করার জন্য।
প্রসঙ্গত, গত ২ আগস্ট করোনা আক্রান্ত হন অমিত শাহ। এর জেরে রাম মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি তিনি। অমিত শাহর সঙ্গে যারা দেখা করেছিলেন, সবাই সতর্কতা অবলম্বন করে কোয়ারেন্টাইনে যান। শেষ পর্যন্ত অবশ্য করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন গান্ধীনগরের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।