নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ২০২০ খসড়া প্রস্তাবনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব একাধিক মহল।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এ বিষয়ে সরব হয়েছে। তাদের মতে পরিবেশ রক্ষার্থে আইনের যেসব রক্ষাকবচ রয়েছে তা তুলে নেওয়া হবে এর মাধ্যমে।
পরিবেশকে ধ্বংস করছে কেন্দ্র বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।একই ইস্যুতে একটি ইংরেজি দৈনিকে প্রবন্ধ লিখে কেন্দ্রের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিজের প্রবন্ধে সোনিয়া গান্ধী লিখেছেন, ‘প্রকৃতিকে আপনি যদি রক্ষা করেন তবে প্রকৃতিও আপনাকে রক্ষা করবে।সম্প্রতি গোটা বিশ্বজুড়ে করোনা মহামারীর যে সংকট তৈরি হয়েছে তার থেকে নতুন শিক্ষা পাচ্ছে মানবজাতি।ফলে পরিবেশকে রক্ষা করাই আমাদের একান্ত কর্তব্য হওয়া উচিত।’
মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোনিয়া গান্ধী লিখেছেন, উন্নয়নের নাম করে পরিবেশকে ধ্বংস করেছে আমাদের দেশ।কিন্তু সব কিছুরই একটা সীমা রয়েছে।সীমা ছাড়িয়ে যাওয়াটা ঠিক নয়। বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে পরিবেশ সংক্রান্ত বিষয়ে গত ছয় বছরে তাদের রেকর্ড ঠিক নয়। করোনা মহামারীর এই সংকটকালে সরকারের ভেবে-চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ইজ অব ডুইং বিজনেস এর নামে পরিবেশকে ধ্বংস করে ছাড়ছে প্রশাসন।
একই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি এই খসড়া প্রস্তাবনাকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, প্রকৃতি নিজে সংরক্ষিত থাকলেই সে মানবজাতিকে রক্ষা করতে পারে।ফলে নতুন যে প্রকৃতির সংক্রান্ত বিধি তৈরি করতে চলেছে প্রশাসন তা প্রত্যাহার করা হোক।