আক্রান্ত প্রায় ২৪ লক্ষ, ভারতে করোনায় মৃত্যু ৪৭,০৩৩ জনের : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে! স্বস্তি দিয়ে দ্রুত বাড়ছে সুস্থতার সংখ্যা, একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬,৯৯৯ জন, যা এখনও পর্যন্ত সর্বাধিক। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৭,০৩৩ জন এবং সংক্রমিত ২৩,৯৬,৬৩৮ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৬,৯৫,৯৮২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৩ হাজার ৬২২।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৭,০৩৩ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২১ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,২৯৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১৬১ জন, বিহারে ৪১৬ জনের, চন্ডীগড়ে ২৬ জন, ছত্তিশগড়ে ১০৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১৫৩ জনের, গোয়া ৮৯ জন, গুজরাটে ২,৭১৩ জনের, হরিয়ানায় ৫০৩ জনের, হিমাচল প্রদেশে ১৮ জনের, জম্মু-কাশ্মীরে ৪৯৮ জনের, ঝাড়খণ্ডে ১৯৭ জনের, কর্ণাটকে ৩,৫১০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১২৬ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ১,০৪৮ জন, মহারাষ্ট্রে ১৮,৬৫০ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১২ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩০৫ জনের, পুদুচেরিতে ৯৬ জন, পঞ্জাবে ৬৭৫ জন, রাজস্থানে ৮২২ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৫,২৭৮ জন, তেলেঙ্গানায় ৬৬৫ জন, ত্রিপুরায় ৪৪ জন, উত্তরাখণ্ডে ১৪০ জন, উত্তর প্রদেশে ২,২৩০ জন এবং পশ্চিমবঙ্গে ২,২০৩ জন প্রাণ হারিয়েছেন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯৬ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭০.৭৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৭.২৭ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বুঝতে ও মারণ এই ভাইরাসকে পরাজিত করতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১২ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৬৮,৪৫,৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১২ আগস্ট ৮,৩০,৩৯১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *