রায়পুর, ১২ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২০১ কোবরা ব্যাটেলিয়ন ও ২২৩ ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জন মাওবাদী। সুকমা জেলার জাগারগুন্ডা এলাকা সংলগ্ন জঙ্গলে বুধবার গুলির লড়াই হয়।
আইজি বস্তার পি সুন্দররাজ জানিয়েছেন, বুধবার সুকমা জেলার জাগারগুন্ডা এলাকা সংলগ্ন জঙ্গলেজেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২০১ কোবরা ব্যাটেলিয়ন ও ২২৩ ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জন মাওবাদী। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।