আক্রান্ত ছাড়াল ২৩ লক্ষ, ভারতে করোনায় মৃত্যু ৪৬,০৯১ জনের : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে! স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যা, একইসঙ্গে অস্বস্তি বাড়িয়ে রোজই বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০,৯৬৩ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬,০৯১ জন এবং সংক্রমিত ২৩,২৯,৬৩৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৬,৩৯,৬০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪৩ হাজার ৯৪৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৬,০৯১ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২১ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,২০৩ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১৫৫ জন, বিহারে ৪১৩ জনের, চন্ডীগড়ে ২৬ জন, ছত্তিশগড়ে ১০৪ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১৩৯ জনের, গোয়া ৮৬ জন, গুজরাটে ২,৬৯৫ জনের, হরিয়ানায় ৫০০ জনের, হিমাচল প্রদেশে ১৮ জনের, জম্মু-কাশ্মীরে ৪৯০ জনের, ঝাড়খণ্ডে ১৯২ জনের, কর্ণাটকে ৩,৩৯৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১২০ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ১,০৩৩ জন, মহারাষ্ট্রে ১৮,৩০৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১২ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ২৯৬ জনের, পুদুচেরিতে ৯১ জন, পঞ্জাবে ৬৩৬ জন, রাজস্থানে ৮১১ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৫,১৫৯ জন, তেলেঙ্গানায় ৬৫৪ জন, ত্রিপুরায় ৪৩ জন, উত্তরাখণ্ডে ১৩৬ জন, উত্তর প্রদেশে ২,১৭৬ জন এবং পশ্চিমবঙ্গে ২,১৪৯ জন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯৮ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭০.৩৮ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৭.৬৪ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১১ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৬০,১৫,২৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১১ আগস্ট ৭,৩৩,৪৪৯ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *