নয়াদিল্লি, ১১ আগস্ট (হি. স.): ফ্রান্স থেকে চলে এসেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই দিক বিবেচনা করলে আগামী দিনে ভারতকে একসঙ্গে পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হতে পারে।কিন্তু একই সঙ্গে দুই দেশের থেকে আসা আগ্রাসনকে রোধ করতে গেলে ভারতীয় বায়ুসেনার এখনো দরকার ন্যূনতম ২৩০ টি যুদ্ধবিমানের।সেই লক্ষ্যে ভারতীয় বায়ুসেনার মধ্যে ১১ টি নতুন স্কোয়াড্রন গড়ে তোলার জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।মনে করা হচ্ছে লাইট কম্বাট এয়ারক্রাফট তেজস দিয়ে এই অভাব পূরণ করা হবে।গোটা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বায়ু সেনা হচ্ছে ভারতের।ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে ৯০০ টি যুদ্ধবিমান রয়েছে। সাত ধরণের যুদ্ধবিমান ভারতীয় সেনার হাতে রয়েছে।এর মধ্যে রয়েছে সুখই ৩০ এম কে আই, মিগ ২৯, মিরাজ ২০০০, জাগুয়ার, রাফাল। ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে ৫ টি রাফাল যুদ্ধবিমান থাকলেও ২০২৩ সালের মধ্যে সব মিলিয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ভারতের হাতে চলে আসবে।ইতিমধ্যেই রাশিয়া থেকে মিগ ২৯ এবং সুখোই ৩০ এম কে আই কেনা হবে বলে জানা গিয়েছে।ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধবিমানের ৩১ টি স্কোয়াড্রন রয়েছে। এরমধ্যে পাঁচটি মিগ ২১ রয়েছে। মনে করা হচ্ছে দ্রুততার সঙ্গে যুদ্ধবিমানের যে অভাব ভারতীয় বায়ুসেনার রয়েছে তা পূরণ করা হবে।