নয়াদিল্লি, ১০ আগস্ট (হি. স.): হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে রাতের অন্ধকারে রাফাল নিয়ে যুদ্ধের অভ্যাস করছে ভারতীয় বায়ুসেনার পাইলটরা। ফ্রান্সের কাছ থেকে রাফাল হাতে পাওয়ার পর এই ভাবেই অনুশীলন করে চলেছে ভারতীয় বায়ুসেনা।১৭০০ কিলোমিটারের মধ্যে আকাশপথে যেকোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত আনতে সক্ষম অত্যাধুনিক এই রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সের কাছ থেকেই যুদ্ধবিমান হাতে পাওয়ার পর মনোবল অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ভারতীয় সামরিক বাহিনীর।
পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে ইতিমধ্যেই লেহতে মিগ ২৯, সুখোই ৩০ এম কে আই, জাগুয়ার, মিরাজ ২০০০ মতো যুদ্ধবিমান মোতায়েন করেছে ভারত। ইতিমধ্যেই রাফাল হাতে চলে আসায় শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ভারতের বলে মনে করা হচ্ছে।ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত করেছিল ভারত।দীর্ঘ প্রতীক্ষার পর ২৯ জুলাই আম্বালা এয়ার বেসে অবতরণ করে ফ্রান্স থেকে আসা পাঁচটি রাফাল যুদ্ধবিমান।হাতে পাওয়ার ১০ দিনের মধ্যেই পাহাড়ি অঞ্চলে আকাশ পথে যুদ্ধের অভ্যাস করার জন্য রাফালকে ব্যবহার করা হচ্ছে।