নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দেশে এবার অনেকটাই কমল কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষা। ৮ আগস্ট সারা দিনে ভারতে ৭.১৯ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারা দিনে) ভারতে ৪,৭৭,০২৩টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এক দিনে (রবিবার সারা দিনে) ৪,৭৭,০২৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
করোনা-সংক্রমণ ও মৃত্যুর নিরিখে একের পর রেকর্ড গড়েই চলেছে ভারত। মারণ এই ভাইরাসকে সামাল দিতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৯ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৪৫,৮৩,৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৯ আগস্ট ৪,৭৭,০২৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে শনিবার সারা দিনে ভারতে ৭,১৯,৩৬৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।