নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রবিবার সকালে কুমারঘাট এর আম্বেদনগর গ্রামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে৷ জানা যায় তার স্বামী সকালবেলা তাকে ঘুম থেকে ওঠার জন্য বলেছিলেন৷ এ নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর বাকবিতণ্ডা হয়৷ বাকবিতণ্ডার পর স্ত্রী বিছানা থেকে উঠে যায়৷ তখনো স্বামী বিছানায় শুয়ে ছিলেন৷স্বামীর ধারণা ছিল হয়তো তার স্ত্রী প্রাকৃতিক কার জন্য বাইরে গিয়েছে৷
কিন্তু কিছুক্ষণ পর স্ত্রী ঘরে আসার পর তার মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হয়ে আসে৷তখন ঐ তিনি বুঝতে পারেন কোনো অঘটন ঘটে গেছে৷ কীটনাশকের গন্ধ পেয়ে তাকে দ্রুত কুমারঘাট হাসপাতালে নিয়ে যান স্বামী৷ বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে গৃহবধূর স্বামী জানান পারিবারিক কলহের জেরে স্ত্রী ঘরে মজুত রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে৷ অবশ্য এ ব্যাপারে থানায় কোন ধরনের মামলা দায়ের করা হয়নি৷ নেহাতই অভিমান করে এই ঘটনা ঘটিয়েছে গৃহবধূ৷ ধরনের ঘটনার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷