BRAKING NEWS

মরিশাসে জারি জরুরি অবস্থা

মরিশাস, ১০ আগস্ট (হি. স.): জাপানি তৈল বহনকারী জাহাজ থেকে তেল লিকেজ হয়ে সমুদ্রের জলে মিশে যাওয়ার কারণে তৈরি হয়েছে দূষণের আশংকা। তার জেরে মরিশাসের মতন দ্বীপরাষ্ট্র- এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।মরিশাসের আশেপাশে এই তেল সমুদ্রের জলের সঙ্গে মিশে যাওয়ার কারণে সামুদ্রিক প্রাণীদের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।তার জেরে সে দেশের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।দেশবাসীর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি।১৩ মিলিয়ন মানুষ বসবাস করে মরিশাসে।

জানা গিয়েছে, জাপানি ওই জাহাজটি খারাপ আবহাওয়ার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জাহাজটির মধ্যে চার টন তেল ছিল তার মধ্যে এক টন সমুদ্রের জলে মিশে যায়। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।জাহাজ থেকে যদি তেল বেরিয়ে যাওয়া বন্ধ না করা যায় তবে তার নেতিবাচক প্রভাব পড়বে মরিশাসের পর্যটন শিল্পের উপর। বহু মানুষ সমুদ্রের কচ্ছপকে বাঁচাতে ইতিমধ্যেই কাজে লেগে পড়েছে।জাহাজ থেকে তেলের ক্ষরণ কিভাবে রোখা যায় সেই জন্য সচেষ্ট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *