নয়ডা, ১০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় পেন তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ওই ফ্যাক্টরির একজন নিরাপত্তা রক্ষী। সোমবার ভোররাতে ফেস ৩ পুলিশ স্টেশনের অন্তর্গত সেক্টর ৬৩-তে অবস্থিত একটি পেন তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে।
ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ততক্ষনে যা অঘটন হওয়ার হয়ে গিয়েছে, আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান ওই ফ্যাক্টরির একজন নিরাপত্তা রক্ষী। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সোমবার সকাল সাতটা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। মৃত নিরাপত্তা রক্ষীর নাম-সন্দীপ কুমার (২৭)। তাঁর বাড়ি বাহরাইচ জেলায়। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।