নরসিংগড় মানসিক হাসপাতাল থেকে ১৫ জন রোগী পলাতক, দিনভর চলল দৌড়ঝাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ নরসিংগড়স্থিত মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে শনিবার রাতে ১৫ জন চিকিৎসাধীন মানসিক রোগী পালিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন রোগী পালিয়ে যাওয়ার ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷


রবিবার সকালে এ ব্যাপারে সাইক্রেটিক হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এয়ারপোর্ট থানায় সুনির্দিষ্ট মিসিং ডায়েরি করা হয়েছে৷ রবিবার এ বিষয়ে জানতে চাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা জানান জানালা ভেঙ্গে ১৫ জন চিকিৎসাধীন সাইক্রিয়াটিক রোগী পালিয়ে গেছে৷ এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করার পর পুলিশ পালিয়ে যাওয়া সাইক্রিয়াটিক রোগীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে৷এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে চিকিৎসাধীন মানসিক রোগীদের আত্মীয়- পরিজনদের মধ্যেও উদ্বেগ- উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে৷ উল্লেখ করা যেতে পারে নরসিংহস্ট্রিত মানসিক হাসপাতালে রোগীদের দেখাশোনা করার জন্য পর্যাপ্ত সংখ্যক বেসরকারি নিরাপত্তাকর্মী এবং স্বাস্থ্য কর্মী রয়েছেন৷তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে চিকিৎসাধীন রুগীরা হাসপাতালে ঘরের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হল সেই প্রশ্ণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷

উল্লেখ্য এর আগেও মানসিক হাসপাতাল থেকে রোগী পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে৷ পরপর এসব ঘটনা ঘটছে থাকলেও কর্তৃপক্ষ এসব বিষয়ে কঠোর কোন মনোভাব গ্রহণ করছে না৷ বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা কর্মীদের লতার সুযোগকে কাজে লাগিয়েই মানসিক রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য কারা দায়ী তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে৷