মস্কো, ৯ আগস্ট (হি.স.) : আগস্টেই বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক । এমনটাই জানাল রাশিয়া । রাশিয়ার গামালেয়া ইন্সটিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে কোভিড প্রতিষেধক তৈরি করেছে। বর্তমানে চলছে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। আগামী ১২ আগস্ট নথিভুক্ত করার পর সেটি বাজারে ছাড়া হবে বলে জানা গিয়েছে।
রাশিয়ার উপ স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ জানান, এই ভ্যাকসিন যাতে সুরক্ষিত হয় তা সম্পূর্ণ নিশ্চিত করতে হবে। প্রথমে চিকিৎসক এবং প্রবীণ নাগরিকদের এই ভ্য়াকসিন দেওয়া হবে। নথিভুক্ত করার পর চূড়ান্ত পর্যায়ে এই ভ্য়াকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা পরীক্ষা করে দেখা হবে।
প্রথমে প্রায় ১ হাজার ৬০০ জনের উপর এটি প্রয়োগ করা হবে। দ্রুত সমস্ত ভ্যাকসিন যাতে বাজারে আনা যায় সে জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের প্রক্রিয়া কাটছাঁট করার জন্য গত এপ্রিল মাসে দেশের সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সমস্ত ভ্যাকসিন প্রার্থীদের যে কোনও কোভিড-১৯ ভ্যাকসিন বরাদ্দ করার আগে অবশ্যই সম্পূর্ণ পর্যায়ে পরীক্ষা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চান লিন্ডমিয়ার বলেছেন, ‘ভ্যাকসিনের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কিত সমস্ত গাইডলাইন মেনে চলতে হবে রাশিয়াকে।’