মুম্বই, ৯ আগস্ট (হি.স.) : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে আবার ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । তাঁকে সোমবার হাজির হতে বলেছে ইডি। এদিকে, ১৮ ঘণ্টা জেরা করার পর রবিবার ভোরে ইডি অফিস থেকে ছাড়া হয়েছে রিয়ার ভাই সৌভিককে ।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের টাকা সরানোর অভিযোগ রয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। রিয়ার বিরুদ্ধে এফআইআরে তেমনই অভিযোগ করেছে সুশান্তের পরিবার। ওই মামলায় আবার রিয়াকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিয়ার ভাই সৌভিককে ১৮ ঘণ্টা জেরা করার পর রবিবার ভোরে ইডি অফিস থেকে ছাড়া হয়েছে। জেরায় সৌভিক উত্তর এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ৮ ঘণ্টা টানা জেরা করা হয়েছে রিয়াকে। তাঁকে সোমবার হাজির হতে বলেছে ইডি।
জানা গিয়েছে, রিয়া ইডির জেরায় কোনওরকম সাহায্য করেননি। তাঁর কাছ থেকে টাকা খরচের কোনও সদুত্তরও দিতে পারেননি। তবে রিয়ার দুটি অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা পড়ার প্রমাণ পেয়েছে। তাঁর তিন বছরের হিসেবপত্র, সম্পত্তির হিসেব জমা দিতে বলা হয়েছে। অভিযোগ, মাত্র একবছরে প্রায় ১৫ কোটি টাকা সুশান্তের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে।