কেরলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ১৬ জনের দেহ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২

তিরুবনন্তপুরম, ৯ আগস্ট (হি.স.) : রবিবার কেরলের ধ্বংসস্তূপ থেকে আরও ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এদিন দুপুরে এমনই জানিয়েছেন স্থানীয় জেলাশাসক এইচ দীনেশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাগাতার বর্ষণের জেরে কেরালার ইডুক্কি জেলার রাজাক্কড়ের একাংশে শুক্রবার ধস নামে। এরপর থেকে সময় যত গড়িয়েছে, লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার ধ্বংসস্তূপ থেকে আরও ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এদিন দুপুরে এমনই জানিয়েছেন স্থানীয় জেলাশাসক এইচ দীনেশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারন ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ২০ জন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। পুলিশ এবং দমকলের পাশাপাশি শনিবার সকাল থেকে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী’র দু’টি দল। তবে লাগাতার বৃষ্টি এবং গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেই কাজ ব্যহত হচ্ছে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। এলাকায় রাস্তাগুলি বন্ধ থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। হেলিকপ্টার ব্যতীত আটকে থাকা মানুষজনকে উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে অতিবৃষ্টির জেরে ইডুক্কি জেলায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বেশকয়েকটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি সামাল দিতে উডুক্কি বাঁধের তিনটি লকগেটও খুলে দেওয়া হয়েছে। তবে এর ফলে নতুন করে কয়েকটি এলাকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইডুক্কি ও ওয়ানাড় জেলায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাল সতর্কতাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিধসে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়নও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *