মুম্বই, ৭ আগস্ট (হি.স.): অভিনেতা সুশান্ত সিং রাজপুত রহস্য-মৃত্যু মামলায় রিয়াকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, ইডি ডেকে পাঠানোয় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন রিয়া। সে আবেদন ইডি গ্রাহ্য না করায় শুক্রবারই মুম্বইয়ে ইডির দফতরে হাজির দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় অন্যতম অভিযুক্ত তিনি।
প্রথমে শোনা গিয়েছিল রিয়া বৃহস্পতিবার ইডি-র দফতরে হাজিরা দেবেন না। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, “বৃহস্পতিবার রাতে একটি মেলের মাধ্যমে রিয়া চক্রবর্তী ইডি-কে অনুরোধ জানান, সুশান্তের সম্পত্তির অভিযোগকে ঘিরে তছরুপের অভিযোগে ইডির কাছে তাঁর বয়ান রেকর্ড যেন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে সুপ্রিম কোর্ট যত ক্ষণ না পর্যন্ত রিয়ার আবেদন শুনছে, তত ক্ষণ পর্যন্ত ইডির কাছে বয়ান রেকর্ড স্থগিত রাখার জন্য আবেদন করেছেন রিয়া।” কিন্তু, সেই আর্জি খারিজ হওয়ার কারণে শুক্রবার ইডি-র দফতরে হাজিরা দেন রিয়া।