ওয়াশিংটন, ৭ আগস্ট (হি.স.): আগামী ৩ নভেম্বরের আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার টিকা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনার টিকা আমেরিকার কাছে থাকতে পারে বলে আশ্বস্ত করেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, ৩ নভেম্বরের আগেই টিকা হাতে থাকা সম্ভব।
ট্রাম্প বলেন, ‘এ বছর শেষ হওয়ার আগে টিকা আসবে। এমনকি তার আগেও চলে আসতে পারে।’৩ নভেম্বরের আগে টিকা আসবে কি না, এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কিছু ক্ষেত্রে আমি মনে করি, তার আগেই বা ওই সময়ের মধ্যেই টিকা চলে আসবে। তবে এটা আমি নির্বাচনের জন্য করছি না। অনেকের জীবন বাঁচাতে চাই।’এবিষয়ে হোয়াইট হাউসে তিনি বলেন, ‘৩ নভেম্বরে দিকেই টিকা আসার ব্যাপারে তিনি আশাবাদী।’
উল্লেখ্য, করোনা মহামারি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জোর ধাক্কা দিয়েছে। আসন্ন নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসতে চাইছেন ট্রাম্প। এই আবস্থায় নির্বাচনের আগেই টিকা চলে এলে ট্রাম্প যে সুবিধা পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না ।