তেজপুর (অসম), ৭ আগস্ট (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে তেজপুরে এসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মেজর মনোজ মুকুন্দ নরভানে। এখানে সেনার চতুৰ্থ কোরের সদর দফতরে গজরাজ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিরা চিফ অব দ্য আর্মি স্টাফ মেজর নরভানে স্বাগত অভিবাদন জানিয়েছেন।
গজরাজ কোরের ছাউনিতে কয়েক দফায় বৈঠক করেছেন মেজর মনোজ মুকুন্দ নরভানে। বৈঠকে সেনাবাহিনীর কাজকর্ম এবং প্ৰশাসনিক নানা বিষয়ের খতিয়ান নিয়ে প্রয়োজনীয় পরামর্শ নির্দোশাবলি তিনি দিয়েছেন বলে জানা গেছে। অনুষ্ঠিত হয় গজরাজ কোরোর অধীনস্থ বিভাগীয় বিভিন্ন কোম্পানি-প্রধানদের সঙ্গে মতবিনিময়। অসমের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ ঘেঁষা চিনের গতিবিধির ওপর কড়া নজর রেখে প্রযোজনীয় ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে দুদিনের বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠানে, জানা গেছে সেনা ছাউনির আধিকারিক সূত্রে।
সূত্রটি জানিয়েছে, রাষ্ট্ৰের অখণ্ডতা সুরক্ষিত রাখতে ভারতীয় সেনা সর্বতোপায়ে প্ৰচেষ্টা অব্যাহত রেখেছে। সে সম্পর্কে নানা বিষয়ের তথ্য দিয়ে সবসময় সতৰ্কতা এবং পেশাদারি মানসিকতায় সেনাবাহিনী সেবা প্রদান করছে বলে মেজর নরভানে তাঁর বক্তব্যে উজ্জীবিত করেছেন। আজ (শুক্রবার) সেনাপ্রধান মেজর মনোজ মুকুন্দ নরভানে তেজপুর থেকে লখনউয়ে সেনার সদর দফতরে চলে যান। সেখানে প্রয়োজনীয় বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান নরভানে।