আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালে আগুন, মৃত্যু ৮ জন রোগীর

আহমেদাবাদ, ৬ আগস্ট (হি.স.): গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৮ জন রোগীর। মৃত ৮ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ আহমেদাবাদে নবরঙ্গপুরা এলাকায় অবস্থিত শ্রেয় হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে কমপক্ষে ৪০ জন করোনা-আক্রান্ত রোগীকে।

বেসরকারি শ্রেয় হাসপাতালে কোভিড-১৯ রোগীদেরই চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ আচমকাই হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের আটটি ইঞ্জিন। আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ৮ জন রোগীর মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৪০ জন রোগীকে উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চে ভর্তি করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, কথা বলেছেন রূপানির সঙ্গে

আহমেদাবাদে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জন রোগীর মৃত্যুতে গভীর শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং মেয়রের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *