দক্ষিণ কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি সরপঞ্চের

শ্রীনগর, ৬ আগস্ট (হি.স.): বিগত ৪৮ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফের জঙ্গি হামলা! দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ফের মৃত্যু হল একজন সরপঞ্চের। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ ব্লকের অন্তর্গত ভেসু গ্রামে জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সরপঞ্চ সাজ্জাদ আহমেদ খানদেই।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বাড়ির কাছেই ভেসু গ্রামে সরপঞ্চ সাজ্জাদ আহমেদ খানদেইকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল সুপার জিএমসি ডা: মহম্মদ ইকবাল সোফি জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই সরপঞ্চের।

প্রসঙ্গত, বিগত ৪৮ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা। এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় কাজিগুন্দে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন বিজেপি পঞ্চায়েত আরিফ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *