BRAKING NEWS

প্রস্তুতি প্রায় শেষ, লখনউ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

লখনউ, ৫ আগস্ট (হি.স.): অপেক্ষা প্রায় শেষ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুক্ষনের মধ্যেই অযোধ্যায় এসে পৌঁছবেন। তারপরই শুরু হবে প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো। বুধবার সকালেই দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে লখনউয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সাড়ে ১০টা নাগাদ লখনউ পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে হনুমানগঢ়ী যান। তার পর হেলিকপ্টারে রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন।

ইতিমধ্যেই রাম জন্মভূমি পৌঁছে গিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত, যোগগুরু বাবা রামদেব-সহ বিশিষ্ট অতিথিরা। অযোধ্যায় থাকলেও করোনা-পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখে ভূমিপুজোয় অংশ নেবেন না বলে এর আগে জানিয়েছিলেন উমা ভারতী। কিন্তু এ দিন সকালে অনুষ্ঠানস্থলে দেখা যায় তাঁকেও। তিনি বলেন, ‘‘অযোধ্যা সবাইকে এক করে দিয়েছে। এ বার গোটা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলা যাবে যে এ দেশে কোনও ভেদাভেদ নেই।’’

ভূমিপূজনের সব প্রস্তুতিই প্রায় সম্পন্ন। আমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই অযোধ্যায় হাজির। পঞ্জিকা মিলিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মন্দিরের ভূমিপুজো শুরু হওয়ার কথা।মূল মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রামমন্দির ন্যাসের প্রধান নৃত্যগোপাল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *