ঊনকোটি জেলার এডিসি এলাকায় আজ ২৪ ঘন্টার বন্ধ ডাকল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ দূর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে ৭ টি ইস্যু নিয়ে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টার ঊনকোটি জেলার সমস্ত এডিসি এলাকা বনধ ডাকল আইপিএফটি ঊনকোটি জেলা কমিটি৷

মঙ্গলবার পঞ্চমনগর কমিউনিটি হলে সাংগঠনিক সভা শেষে সাংবাদিক সম্মেলন করে ২৪ ঘণ্টার ঊনকোটি এডিসি এলাকা বনধের ঘোষণা দেয় আইপিএফটি ঊনকোটি জেলা কমিটি৷ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি ঊনকোটি জেলা কমিটির সভাপতি জয় কিষান দেববর্মা, রাজ্য কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বীরেশ দেববর্মা , কৈলাশহর ও কুমারঘাট ডিভিশনের নেতৃত্বরা৷ মূলত ঊনকোটি জেলার বিভিন্ন এডিসি এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে স্বজনপোষণ ও দুর্নীতিমূলক কাজের অভিযোগ করে আসছিল আইপিএফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *