রাজ্যে আরও ১২৫ জন আক্রান্ত হলেন করোনায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ১২৫ জন৷ এদিন, ৩৭৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ দেখা গিয়েছে, সমীক্ষায় বেকলগ হিসেবে ৭৮২ জনের নমুনা পরীক্ষা হয়৷ তাতে ১১ জনের কোভিড -১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷

কেয়ারেন্টাইন এবং ভ্রমণ করে আসা ২৩৪০ এর পরীক্ষায় ৯৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে এবং আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছিল ৬৪৮ জনের৷ তাতে ২১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিন আক্রান্ত ১২৫ জনের মধ্যে পশ্চিম জেলায় ৫৪ জন, উত্তরে ১৬, ধলাইয়ে ৫, খোয়াইয়ে ১৪, সিপাহীজলায় ১১, গোমতীতে ২৪ এবং দক্ষিণ জেলার ১ জন৷