BRAKING NEWS

একা থাকা প্রবীণ নাগরিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিক সরকার, জানাল আদালত

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি. স.): বাড়িতে একা থাকা প্রবীণ নাগরিকদের প্রতি করোনা কালে বিশেষ নজর দেওয়ার কথা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে বলল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রবীণ নাগরিক নাগরিকরা পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা সঠিক করে পাচ্ছে কিনা তার ওপর গুরুত্ব দেওয়া উচিত কেন্দ্র ও রাজ্য সরকারের বলে মঙ্গলবার জানিয়েছেন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

করোনা কালে প্রবীণ নাগরিকদের দেখভালের জন্য দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী অশ্বিনী কুমার। বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ নাগরিকদের দেখভালের দায়িত্ব সেবকদের।প্রয়োজন মাফিক সরকারের উচিত প্রবীণ নাগরিকদের খাবার, স্যানিটাইজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সরবরাহ করা। একা থাকা প্রবীণ নাগরিকদের কোন প্রয়োজন পড়লে তা দ্রুত সরবরাহ করা উচিত প্রশাসনের। প্রবীণ নাগরিকদের দেখভাল করাটা সরকারের কর্তব্যের মধ্যে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *