BRAKING NEWS

৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রথম বার্ষিকী, সমগ্র কাশ্মীরে জারি কারফিউ

শ্রীনগর, ৪ আগস্ট (হি.স.): বদলে গিয়েছে ৬৯ বছরের ইতিহাস। ২০১৯ সালের ৫ আগস্ট, ওই দিনই জম্মু ও কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। ‘বিশেষ মর্যাদা’ হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের দিন, ৫ আগস্ট দিনটিকে ‘কালা দিবস’ আখ্যা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তাই ৫ আগস্ট কাশ্মীরে প্রতিবাদ-বিক্ষোভ হুঁশিয়ারি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু, আগেভাগেই মঙ্গলবার থেকে সমগ্র কাশ্মীর উপত্যকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।বিচ্ছিন্নতাবাদীদের সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সিআরপিএফ। শ্রীনগর শহর-সহ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। উল্লেখ্য, ৩৭০ বাতিল হয়েছে জম্মু ও কাশ্মীরে, বিশেষ অধিকারের সঙ্গে রাজ্যের মর্যাদাও হারিয়েছে জম্মু-কাশ্মীর, ভেঙে আলাদা হয়েছে লাদাখ। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ অনুচ্ছেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *