BRAKING NEWS

থামছেই না মৃত্যু ও সংক্রমণ, আমেরিকায় করোনায় মৃত বেড়ে ১৫৫,৩৬৬

ওয়াশিংটন, ৪ আগস্ট (হি.স.): মার্কিন মুলুকে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, সেই ধারা আপাতত অব্যাহত রয়েছে। আমেরিকায় ২৪ ঘন্টাতেই নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজারের বেশি মানুষ। সোমবার সারা দিনে ৪৬,৩২১ জন সংক্রমিত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৪,৭১১,৩২৩-তে পৌঁছেছে।

আমেরিকায় মৃত্যু-মিছিলও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা ১,৫৫,৩৬৬ ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৫৩২ জনের। গত কয়েকদিন ধরে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬০-৬৫ হাজারের মধ্যে, কিন্তু সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা স্বস্তি দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *