মাথায় হাতুড়ি পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোনাবন ওএনজিসি-র রিক পয়েন্টে কাজ করতে গিয়ে উপর থেকে লোহার হাতুরি মাথায় পড়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম তাপস ধর৷ পিতা মাখনলাল ধর৷


জানা যায় তাপস ধর দীর্ঘদিন ধরেই সেখানে কাজ করছিল৷ একটি বেসরকারি কোম্পানি এই কাজের দায়িত্বে ছিল৷ ৮ জুলাই কাজ করার সময় উপর থেকে একটি লোহার হাতুরি ছুটে তাপসের মাথায় পড়ে৷ এতে তার মাথায় আঘাত লাগে৷ তারপরও ঐ কোম্পানি তাকে দিয়ে কাজ করায়৷ তার কিছুদিন পর হঠাৎ তাপস মাথা ব্যাথা অনুভব করে৷ তখন তাপস ধর বাড়ি ফিরে যায়৷ বাড়ি যাওয়ার পর বাড়ির লোকজন তাপসকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করে৷ ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷


তখন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়৷ শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাপস৷ তাপস ধর অসুস্থ হওয়ার পর গ্রামবাসীরা ঐ বেসরকারি কোম্পানির সঙ্গে বহুবার যোগাযোগ করে৷ দাবি জানানো হয় তাপসের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য৷ কিন্তু গ্রামবাসিদের অভিযোগ ঐ বেসরকারি কোম্পানি অসুস্থ তাপসের কোন খবর নেয়নি৷ এমনকি তার চিকিৎসার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি৷ গ্রামবাসীদের দাবি ঐ বেসরকারি কোম্পানি মৃত তাপসের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *