আইজল, ৩ আগস্ট (হি.স.) : মিজোরামে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। রবিবার ৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। এদিকে, করোনা আক্রান্ত সুরক্ষা কর্মীদের আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মিজোরাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা আক্রান্ত সাধারণ নাগরিক এবং সুরক্ষা কর্মীদের পৃথক কোভিড হাসপাতালে চিকিৎসা করা হবে।
মিজোরামে করোনা-র প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ড. আর লালথাংলিয়ানা রবিবার জরুরি বৈঠক করেছেন। ওই বৈঠকে অন্য মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ছিলেন। মূলত, সুরক্ষা কর্মীদের মধ্যে মারাত্মকভাবে করোনা-র সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশেষ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
ওই বৈঠকে করোনা আক্রান্ত সাধারণ নাগরিক এবং সুরক্ষা কর্মীদের একই হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা উচিত হবে না বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তাই সিদ্ধান্ত হয়েছে, করোনা-র চিকিৎসায় সারছিপ টাউনে রিসার্ভ নার্সিং স্কুলে বিএসএফ জওয়ানদের এবং থেনেজলে আয়ুষ হাসপাতাল ও তাহরিলে ট্রাইবাল আর্ট সেন্টারকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য রাখা হবে।
মিজোরাম সরকারের জনৈক পদস্থ আধিকারিক বলেন, জোরাম মেডিক্যাল কলেজ ইতিমধ্যে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা হয়েছে এবং ওই হাসপাতালের ৬৪টি শয্যা করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত হবে।
লালথাংলিয়ানা জানিয়েছেন, ১০টি ট্রুল্যাব কোয়াট্রো রিয়েল-টাইম কোয়ারেনটেটিভ মাইক্রো পিসিআর মেশিন চলতি সপ্তাহে বসানো হবে। ১০টি জেলায় ওই মেশিনগুলি বসানো হবে। রবিবার মিজোরামে ৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। একদিনে ওই সংখ্যা সর্বোচ্চ বলে তিনি জানিয়েছেন।