গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : করোনা ভাইরাসের সংক্ৰমণ রোধ করতে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতর অতি সতৰ্কতা অবলম্বন করে ঘোষণা করেছে আনলক-৩। কেন্দ্রীয় নিৰ্দেশনাবলি রাজ্যে কাৰ্যকর করতে অসম দুৰ্যোগ ব্যবস্থাপনা দফতর তৎপর হয়েছে। সে অনুযায়ী আজ রবিবার সন্ধ্যারাত ৭.০০টা থেকে নয়া নিৰ্দেশনাবলি বলবৎ হবে।
আনলক-৩ অনুযায়ী প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার সকাল ৭.০০টা থেকে অপরাহ্ন ৫.০০ পর্যন্ত রাস্তার এক পাশের দোকানপাট খোলা যাবে। একদিন অন্তর অন্তর পাশ বদল হবে। তাছাড়া মল, জিমনেশিয়ামগুলোও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একই নিয়মে রাস্তার এক পাশে খোলা থাকবে।
শনি ও রবিবার বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে রেস্টুরেন্টগুলিও কোভিড প্ৰটোকল এবং মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব নীতি মেনে খুলতে পারবেন মালিকরা। কোভিড প্ৰটোকল মেনে খোলা যেতে পারে হোটেলও।
এছাড়া সপ্তাহের দু-দিন বিশেষ করে সোম এবং মঙ্গলবার আন্তঃজেলা ভ্ৰমণে ছাড় দেওয়া হয়েছে। এর জন্য বিশেষ কোনও অনুমতির প্রয়োজন থাকবে না। অন্যদিকে ব্যাংক, বিমা সহ কেন্দ্ৰীয় ও রাজ্য সরকারের সকর কার্যালয়ে আধিকারিক ও কৰ্মচারীদের ১০০ শতাংশ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গৰ্ভবতী মহিলাদের ক্ষেত্ৰে এই নিয়ম প্ৰযোজ্য হবে না।
আনলক-৩-এর নির্দেশিকা, সামাজিক দূরত্ব মেনে প্রকাশ্য স্থানে খেলাধুলো অনুষ্ঠিত করতে পারবেন সংশ্লিষ্টরা। তবে সিনেমা হল, পাৰ্ক, সর্বজনীন প্ৰেক্ষাগৃহ, সুইমিং পুল, বার ইত্যাদি বন্ধ থাকবে। বেশি মানুষের সমাগমস্থল সামাজিক, রাজনৈতিক, ক্ৰীড়া, মনোরঞ্জন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধৰ্মীয় স্থান ইত্যাদি বন্ধ থাকবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। তাছাড়া সন্যাথা ৬.০০টা থেকে পরেরদিন সকাল ৬.০০টা পর্যন্ত জনসাধারণের যাতায়াতে পূর্ববৎ নিষেধাজ্ঞা জারি থাকবে। তদুপরি, শনি ও রবিবার দিবারাত্র যাতায়াত বন্ধ থাকবে, মানে সপ্তাহের এই দুদিন লকডাউন।