দেহরাদুন, ২ আগস্ট (হি. স.): একমাস আগে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ছিল ৮১ শতাংশ।কিন্তু বর্তমানে ২৩ শতাংশ নেমে গিয়ে সুস্থ হয়ে ওঠার হার কমে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে। চিন্তার ভাঁজ বেড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে। যদিও রবিবার রাজ্যের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, এক মাস আগেও রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ছিল ৮১ শতাংশ। বর্তমানে সেই হার কমে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে। আগামী দিনে সুস্থ হয়ে ওঠার হার বাড়বে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে দাবি করা হয়েছে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ছিল ৬২। এক সপ্তাহের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩। রাজ্যের মুখ্য সচিব দাবি করেছেন আগামী দশদিনে দিনে সুস্থ হয়ে ওঠার হার বাড়বে। উল্লেখ করার বিষয় বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০৩৪।সুস্থ হয়ে উঠেছে ৪৩৩০।