কলকাতা,২ আগস্ট (হি স): আতঙ্কের মাঝেই খুশির খবর। করোনা মুক্ত কোয়েল মল্লিক। রবিবার টুইট করে একথা নিজেই জানালেন অভিনেত্রী।
গত ১০ জুলাই করোনা কামড় বসিয়েছিল মল্লিক পরিবারে । অভিনেত্রী কোয়েল মল্লিকের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। জানিয়েছিলেন শুধু অভিনেত্রীই নয় করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল এর স্বামী নিশপাল সিং রানে এবং অভিনেত্রী বাবা রঞ্জিত মল্লিক এবং মা। এমনকি তাদের দ্বিতীয় রিপোর্টও এসেছিল পজেটিভ। আর এবার করোনা নেগেটিভ হওয়ার খবর নিজেই জানালেন অভিনেত্রী কোয়েল। রবিবার টুইট করে কোয়েল লিখেছেন, ‘আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমরা পুরোপুরি করোনামুক্ত। পরিবারের সকলের সুস্থ আছেন’।
সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল।বাংলা কমার্শিয়াল হোক কিংবা আর্ট ফিল্ম সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন টলি পাড়ার অতিপরিচিত মুখ কোয়েল মল্লিক।