নয়াদিল্লি, ৩০ জুলাই (হি. স.): দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে চলেছে। এপ্রিলে যেখানে সুস্থ হয়ে ওঠার হার ছিল ৭.৫৮ শতাংশ সেখানে জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৪ শতাংশের বেশি। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসার অন স্পেশাল ডিউটি রাজেশ ভূষণ একথা জানিয়েছেন।
এদিন তিনি আরও জানিয়েছেন দেশের ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থ হয়ে ওঠার গড় জাতীয় গড়ের তুলনায় বেশি। এরমধ্যে রয়েছে দিল্লি। যেখানে সুস্থ হয়ে ওঠার হার ৮৮ শতাংশ, লাদাখ ৮০ শতাংশ, হরিয়ানা ৭৮ শতাংশ, অসম ৭৬ শতাংশ, তেলেঙ্গানা ৭৪ শতাংশ, তামিলনাডু ৭৪ শতাংশ, গুজরাট ৭৩ শতাংশ, রাজস্থান ৭০ শতাংশ, মধ্যপ্রদেশ ৬৯ শতাংশ, গোয়া ৬৮ শতাংশ। গোটা দেশে করোনা মৃতের হার কমে দাঁড়িয়েছে ২. ২১ শতাংশে।হার্ড ইমিউনিটি কখনওই বিকল্প রণনীতি হতে পারে না।গোটা বিশ্বের নিরিখে করোনায় সবথেকে কম মৃত্যু হয়েছে ভারতে। দেশের ২৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মৃতের হার জাতীয় গড়ের থেকেও কম। অসম, কেরল, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, বিহার, গোয়া, ঝাড়খন্ড, ওডিশা মৃতের হার এক শতাংশেরও কম।