নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ স্মার্ট সিটি প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের ১০টি শহরের মধ্যে আগরতলা শীর্ষস্থানে রয়েছে৷ শুধু তা-ই নয়, সারা দেশে ৭৪ থেকে টপকে ৫৬-তে ঠাঁই পেয়েছে৷ এখন পর্যন্ত ৮০ টি প্রকল্পে ১,৪৭৯ কোটি টাকা রাজধানী শহর আগরতলার উন্নয়নে খরচ হবে৷ তাতে ১৭২ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে৷ কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতি জুলাই মাসে কেন্দ্র ৪৯ কোটি টাকা বরাদ্দ করেছে৷
স্মার্ট সিটি প্রকল্পে জুলাই মাসে রাজ্যভিত্তিক সেরা শহরের তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে উত্তর-পূর্বাঞ্চলের সিকিমের নামসি শহর ৫৯ তম স্থান, মিজোরামের আইজল ৭৫ তম স্থান, নাগাল্যান্ডের কোহিমা ৭৯ তম স্থান, সিকিমের গ্যাংটক ৮০ তম স্থান, অসমের গুয়াহাটি ৮৩ তম স্থান, অরুণাচল প্রদেশের ইটানগর ৮৯ তম স্থান, মেঘালয়ের শিলং ৯২ তম স্থান, মণিপুরের ইমফল ৯৩ তম স্থান অরুণাচল প্রদেশের পাসিঘাট ৯৮ তম স্থান দখল করেছে৷
উত্তর-পূর্বাঞ্চলের পর্যালোচনা বৈঠকে আগরতলা স্মার্ট সিটি-র কাজের অগ্রগতি দেখে কেন্দ্রীয় শহর বিকাশ ও আবাসন মন্ত্রকের সচিব প্রশংসা করেছেন৷ ওই পর্যালোচনা বৈঠকে ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরের সচিব কিরেণ গিত্তে এবং আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ড় শৈলেশ যাদব উপস্থিত ছিলেন৷

