নয়াদিল্লি, ২৭ জুলাই (হি. স.): করোনার বাড়বাড়ন্ত জেরে বিধ্বস্ত হয়ে পড়ছে উত্তরপ্রদেশ। কিন্তু হাল ছাড়তে নারাজ রাজ্য প্রশাসন। জোর কদমে চলছে করোনা নির্ধারণের জন্য পরীক্ষা।এরই মাঝে করোনা পরীক্ষার নিরিখে নতুন রেকর্ড গড়ে ফেলল উত্তরপ্রদেশ সরকার। শুধুমাত্র রবিবার এক লাখেরও বেশি পরীক্ষা করেছে উত্তর প্রদেশ। যা এখনও পর্যন্ত অন্যান্য রাজ্য করে দেখাতে পারেনি। সেই নিরিখে একটা নতুন নজির করে ফেলল যোগী সরকার।
উত্তরপ্রদেশে করোনা শুরু হওয়ার পর প্রথম চার মাসে ২৪ জুন পর্যন্ত ৬০৩৩৯০ পরীক্ষা হয়েছিল। কিন্তু ২৪ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত মাত্র এক মাসের মধ্যে রাজ্যজুড়ে পরীক্ষা হয়েছে ১১ লক্ষেরও বেশি নমুনার। এখনও পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে পরীক্ষা হয়েছে ১৭০৫৩৪৮। দিন যত এগিয়েছে ততই বেড়েছে পরীক্ষার সংখ্যা। ২৫ জুলাই রাজ্যে পরীক্ষা হয়েছে ৫৭০৬৮জনের, ২৬ জুলাই সেই সংখ্যাটা এক লক্ষ ছাড়িয়ে গেল।
রাজ্যে প্রতিদিন এক লাখেরও বেশি পরীক্ষা হওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১০ দিনে করে দেখাতে হবে ১০ লক্ষ পরীক্ষা। তার জন্য কিট এর আয়োজন করা হয়েছিল।এছাড়া করোনা মোকাবিলার পরীক্ষার গুণগত মান এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছিল। পাশাপাশি রাজ্যে প্রতি সপ্তাহের শনি ও রবিবার করে লকডাউন জারি করা হয়েছে।